শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

মাছ চাষের জন্য পুকুরে চুন প্রয়োগ

 

মাছ চাষের পুকুরে চুন প্রয়োগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাছ চাষে মাছের যত্নে পুকুরে সঠিক সময়ে পরিমাণমতো চুন প্রয়োগের প্রয়োজন হয়ে থাকে। ​পানির পি.এইচ. বৃদ্ধির জন্য মাছ চাষের পুকুরে   চুন প্রয়োগ এবং চুন কিভাবে প্রয়োগ করতে হবে।

পুকুরে  চুন প্রয়োগ 

পুকুরে চাষ চলাকালে পানির পি. এইচ. ৭ বা তা থেকে কমে গেলে পি.এইচ বৃদ্ধির জন্য চুন প্রয়োগ করতে হয়। পাথুরে চুন( ক্যালসিয়াম কার্বোনেট,CaCO3, ১০-১৫/একর), পোড়া চুন( CaO, ক্যালসিয়াম অক্সাইড, ১০-১৫ কেজি/একর), নির্মাণ কাজের চুন( ক্যালসিয়াম হাইড্রোক্লোরাইড, Ca(OH2), ২০-২৫ কেজি/একর) এবং ডলোমাইট CaMg(CO3)2, ২০-৩০ কেজি/ একর) ব্যবহার করলে পানির পি. এইচ. বাড়বে। এখানে উল্লেখ্য যে, চুন প্রয়োগের ১ দিন পর পি.এইচ সঠিক পর্যায়ে না আসলে পুনঃ একটা নিজস্ব নির্ধারিত মাত্রায় প্রয়োগ করতে হবে। এখন কথা হল কোন চুন ব্যবহার উত্তম?

 চুন কিভাবে প্রয়োগ করতে হবে:

পাথুরে চুন

এ চুন ব্যবহারই উত্তম। ইহা ধীরে ধীরে পানির পি.এইচ বাড়ায় এবং স্থির রাখে। এ চুন পরিমাণে কিছু বেশী ব্যবহার করলেও কোন সমস্যা হয় না। তাই মাছ চাষিদের উচিত এটা ব্যবহার করা

নির্মাণ কাজের চুন

এ চুন হঠাৎ পানির পি. এইচ বাড়িয়ে ফেলে এবং তা অধিক সময় স্থির থাকে না। নির্মাণ কাজের চুন হঠাৎ পি.এইচ বাড়িয়ে ফেলে বিধায় তা বিকাল বেলা ব্যবহার অনুচিত। মাছ চাষের জন্য এটা না ব্যবহার করায় উত্তম।



                                                 ডাবল স্পীড এয়ারেটর-Double Speed Aerator
 Price
 ৳ 54,500.00
যোগাযোগ করুন: ০১৩০৩৬৬৩১৮৬



                                                  ৬ পাখা এয়ারেটর – 6 Paddle Wheel Aerator
 Price
 48,900.00

                                         যোগাযোগ করুন: ০১৩০৩৬৬৩১৮৬



ডলোমাইট

ইহা ক্যালসিয়াম- ম্যাগনেসিয়াম সমৃদ্ধ চুন। এ চুন ব্যবহার করা হলে পানির পি. এইচ, নিরপেক্ষতা ক্ষমতা ও ম্যাগনেসিয়াম বাড়ে। এ চুন ধীরে ধীরে পি.এইচ বাড়ায় এবং তা স্থির রাখে। এ চুন হল সর্বাধিক উত্তম চুন। তবে এ চুনের দাম বেশী হলে পাথুরে চুন ব্যবহার করাই শ্রেয়।

মন্তব্য

  • কম মাত্রায় চুন প্রয়োগ করে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে নিজে নিজে সঠিক মাত্রা নির্ধারণ একটি উত্তম পন্থা।
  • পুকুরে পানির পরিমান ৪ ফুট থেকে কম-বেশীর সাথে উল্লেখিত মাত্রা পরিবর্তনশীল হবে।




লেখক....

মহসিন আলম সুপ্ত
ব্যবস্থাপনা পরিচালক 
সালেহা মহসিন এগ্রো এন্ড ফিসারিজ লি.







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কুচিয়া মাছ চাষ পদ্ধতি

  কুচিয়া মাছ চাষ পদ্ধতি: কুচিয়া মাছ চাষে লাভ, উপকারিতা ও বৈশিষ্ঠ্য সাপের মত দেখতে হলেও কুচিয়া এক প্রকার মাছ। আমাদের দেশে সর্ব সাধারণের কাছে...